হবিগঞ্জ  বানিয়াচং সংবাদদাতা ।। বানিয়াচংয়ে স্থানীয় দোয়াখানীর জামেয়া দারুস সালাম মাদ্রাসার হিফজ বিভাগের মেধাবী ছাত্র মইনুল ইসলাম (১২) এর হত্যার সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল আসরের নামাজের পরপর গ্যানিংগঞ্জ বাজারে দারুস সালাম মাদ্রাসার পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন মাওলানা শায়েখ মখলিসুর রহমান।  বক্তাগণ বলেন, বানিয়াচংয়ের মতো আলেম অধ্যুষিত জায়গায় একজন হিফজ বিভাগের ছাত্রকে মর্মান্তিকভাবে হত্যার ঘটনা মেনে নিতে পারি না। কী অপরাধ ছিল এ কোরআনের পাখির? আমরা মনে করি মইনুল ইসলাম হত্যাকান্ড পরিকল্পিত। ২৪ ঘন্টার মধ্যে খুনীদের চিহ্নিত করে গ্রেফতার না করলে আগামীকে কঠিন কর্মসূচি দেওয়া হবে।

 

মুফতি ওলিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, মাওলানা আব্দুল অলি, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মুফতি আহমদ আলী, মুফতি আমীর আহমদ, মাওলানা আব্দুল মুকিত সালেহ, মাওলানা হাদিসুর রহমান, মাওলানা ফরিদ আহমদ, সর্দার ময়না মিয়া, ইউপি সদস্য হাজী ইমরান আহমদ, ইমরান আহমদ চৌধুরী, ছাত্রনেতা রিমন আহমদ প্রমুখ।

মানববন্ধনে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজার-হাজার মানুষ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে মইনুল ইসলাম নিখোঁজ হয়। এর পরদিন একই এলাকার জাঙালের ডোবায় মইনুলের মৃতদেহ পাওয়া যায়।