বড়লেখা প্রতিনিধিঃ

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জননেতা শরিফুল হক সাজু।

 

বুধবার তিনি বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। ইউনিয়নের বাজার হাট-দোকানপাট ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, স্থানীয় সমস্যার খোঁজখবর ও বিএনপির আন্দোলন-সংগ্রামের লক্ষ্য ব্যাখ্যা করেন তিনি।

 

উঠান বৈঠকে শরিফুল হক সাজু বলেন, দেশ আজ এক গভীর অন্ধকারে নিমজ্জিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনাকে জনগণের আন্দোলনে পরিণত করতে হবে। বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে যেখানে থাকবে জবাবদিহিতা, সুশাসন ও মানুষের ভোটাধিকার।

 

তিনি আরও বলেন, বিএনপি শুধু বিরোধিতার রাজনীতি করে না; আমরা দেশ গড়ার রাজনীতি করি। অতীতের মতো ভবিষ্যতেও আমি নেতাকর্মীদের পাশে থাকবো। যাদের রক্ত, শ্রম ও ত্যাগে বিএনপি আজো টিকে আছে তাদের মূল্যায়ন করা হবে।

 

গণসংযোগে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় জনগণের সঙ্গে শরিফুল হক সাজুর আন্তরিক কথোপকথন এবং উন্নয়নমুখী প্রতিশ্রুতি এলাকাজুড়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বলেন, শরিফুল হক সাজু সব সময় দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন তারা।

 

গণসংযোগ শেষে শরিফুল হক সাজু স্থানীয় মুরব্বি, তরুণ এবং ব্যবসায়ী সমাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সকলকে বিএনপির আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানান।