নিজস্ব সংবাদদাতা::বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এক উৎসবমুখর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা কমিটি গঠন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে এই কর্মী সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের দুর্দিনে যারা রাজপথে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তাঁদের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়নের মাধ্যমেই আগামী দিনের তাঁতীদলের নেতৃত্ব নির্ধারিত হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা স্বৈরশাসন-সমর্থিত কোনো ব্যক্তি নতুন কমিটিতে স্থান পাবেন না বলেও তাঁরা সতর্ক করেন। বক্তারা আরও বলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ত্যাগী নেতাকর্মীরাই দলের প্রকৃত সম্পদ-তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে।

 

বক্তারা উল্লেখ করেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়-এটি জনগণের অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নের একটি রূপরেখা। এই কর্মসূচিতে মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার ও সামাজিক ন্যায্যতার সুস্পষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

 

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল মতিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নুর আহমদ।

প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী, জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, মো. ইসলাম আলী, মোহাম্মদ কামরুল, হাসান রফিক আহমদ, বেলাল আহমদ, জামাল উদ্দিন, অ্যাডভোকেট লিয়াকত আলী, জাহাঙ্গীর আলম, আজাদুর রহমান আজাদ, মাসুক আহমদ, শহীদ আহমদ মনি, আব্দুল মান্নান, সাইদুর রহমান, হাবিবুর রহমান, কাজী হালিম উদ্দিন, আব্দুর রব, মনজুর আহমদ, সাদেক আহমদ, শামীম আহমেদ, আব্দুস সালাম, সালমান আহমদ, জমির উদ্দিন, শিবির আহমদ, বদরুল আলম, আব্দুল বাসেত, আক্তার হোসেন, এম এ জব্বার, দোলাল আহমদ, মিজানুর রহমান ভুঁইয়া, জসিম উদ্দিন, শের আলী, রকিবুল ইসলাম খান, শামীম আহমদ, সালাউদ্দিন, মিছবাহ উদ্দিন, আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, হারুনুর রশিদ, বিলাল আহমদ, সমির আহমদ, আবুল কালাম আজাদ, নূর আহমেদ, আব্দুল করিম ও রুবেল আহমদ প্রমুখ।

 

এছাড়া কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া রব্বানি, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

 

সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি গোয়াইনঘাটে জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক ঐক্য, ত্যাগ ও উদ্দীপনার এক উজ্জ্বল প্রতিফলন ঘটায়।

 

শেষে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শুধু একটি সংগঠন নয়-এটি জনগণের গণতান্ত্রিক অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনের প্রতীক। তাঁরা আহ্বান জানান, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে।

 

গোয়াইনঘাটের এই কর্মী সমাবেশে ত্যাগী নেতাকর্মীদের অংশগ্রহণ ও ঐক্যের প্রদর্শন প্রমাণ করেছে, জাতীয়তাবাদী আদর্শ এখনো জনমানুষের হৃদয়ে অটুটভাবে প্রোথিত।