হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌর এলাকায় জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় একজনের আমৃত্যু ও ১৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪-অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসূফ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি অ্যাডভোকেট গুলজার খান। রায় ঘোষণার সময় ১০ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত শফিকুর রহমান চৌধুরী বৈষম্যবিরোধী হত্যা মামলায় কারাগারে রয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা আসামিরা হলেন- মকা গ্রামের শহিদুল আলম আকিক, জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম আহমেদ, আব্দুল মুকিত, আলমগীর, শামছুল হোদা ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাস, ছায়েদ মিয়া, নাহিদ মিয়া মামলা সূত্রে জানা যায়।

 

 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মকা গ্রামের শফিকুল আলম চৌধুরীর সঙ্গে তার চাচাতো ভাই হবিগঞ্জ পৌর জামায়াতের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ও ব্যবসায়ী মহিবুর রহমান চৌধুরীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে ২০১৩ সালের ১৭ জুন সন্ধ্যায় হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় মহিবুর রহমান চৌধুরীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে শফিকুল আলম চৌধুরীকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ ১২ বছর পর ২৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় প্রদান করেন।

 

এডিশনাল পিপি গুলজার খান বলেন, মহিবুর রহমান চৌধুরী হত্যা একটি আলোচিত ঘটনা।

প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয় আজকে এই মামলা রায় হল। রায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। নিহত মহিবুর রহমান চৌধুরীর ছোট ভাই মাহফুজ চৌধুরী বলেন- এই রায়ে আমরা সন্তষ্ট না। একজন সুস্থ মানুষকে এভাবে হত্যা করার পরও এ রায় কাম্য না। আমরা উচ্চ আদালতে যাব।