সিলেট ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে ১৯ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় মদ ও গরু আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৫, ০২:৫৯ অপরাহ্ণ
জকিগঞ্জে ১৯ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় মদ ও গরু আটক

সুয়েব রানা সিলেট::গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রায় ৯ লক্ষ ৭১ হাজার টাকার ভারতীয় মদ ও গরুসহ একটি সিএনজি জব্দ করেছে।

 

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,১০ অক্টোবর ২০২৫ তারিখে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়বন্দবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ৫১ বোতল এবং ০১ টি সিএনজি আটক করা হয়।

আটককৃত মদ ও সিএনজির সিজারমূল্য ৫,৫১,০০০/- (পাঁচ লক্ষ একান্ন হাজার) টাকা।

এছাড়াও একই দিনে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমদোয়ার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ০৬ টি আটক করে, যার সিজারমূল্য ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা।

উভয় অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ৯,৭১,০০০/- (নয় লক্ষ একাত্তর হাজার) টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালিত হয়। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং গরু কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন,সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান নিয়মিতভাবে চলছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

 

দেশের সীমান্ত রক্ষায় বিজিবির এই ধারাবাহিক অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তার অনুভূতি আরও জোরদার করছে।

জাতীয় স্বার্থে বিজিবির এ ধরনের কার্যক্রম সর্বস্তরে প্রশংসিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!