
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর নিজপাট ইউনিয়ন শাখার আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি, শাকিল আহমদ সাধারণ সম্পাদক এবং মিনহাজ আহমদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জাসাসের নেতৃবৃন্দ জানান, এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে নিজপাট ইউনিয়নে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে দেশপ্রেম জাগ্রত করা এবং সমাজে সচেতনতা সৃষ্টিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নতুন নেতৃত্বের অধীনে জাসাস নিজপাট ইউনিয়নে দলের সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান হবে-এমন প্রত্যাশা স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে দেখা গেছে।