কানাইঘাট প্রতিনিধিঃ “আমি কন্যা শিশু- স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কবির আহমদের পরিচালনায় জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, কন্যা শিশুরা পরিবার ও সমাজের বোঝা নয়, তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে সব ক্ষেত্রে তারা নেতৃত্ব দিতে পারে। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার কারনে একসময় কন্যা শিশুদের অবহেলার চোখে দেখা হলেও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারের নানা উদ্যোগ কারনে কন্যা শিশু ও মেয়েরা শিক্ষা ক্ষেত্রে সহ সমাজে নানা অবদান রাখার পাশাপাশি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের নেতৃত্ব দিতে সক্ষম হচ্ছে। তিনি কন্যা শিশুরা পরিবারের নিয়ামত আখ্যায়িত করে বলেন, ইসলাম ধর্ম সহ সকল ধর্মে নারীদের যে মর্যাদা দেয়া হয়েছে এটা সমাজ থেকে পরিবার পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারলে সমাজের নারী শিশু ও মেয়েরা বৈষম্য থেকে রক্ষা পাবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা মাহমুদুল হাসান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় কন্যা শিশু দিবসের চিত্রাঙ্কান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।