সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চুনারুঘাটে সাতছড়িতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ণ
চুনারুঘাটে সাতছড়িতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন

Oplus_131072

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় চুরি-ডাকাতি বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশন। বুধবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার রামগঙ্গা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতছড়ি জাতীয় উদ্যান একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও এখানে রয়েছে তীব্র নিরাপত্তার ঘাটতি। সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কে প্রায়শই ডাকাতির ঘটনা ঘটছে। এতে করে হুমকির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দাদের জীবন। পর্যটনে সম্ভাবনার এই এলাকাটির আইনশৃঙ্খলার উন্নতি, চুরি-ডাকাতি বন্ধ ও পর্যটক বান্ধব পরিবেশ তৈরির জন্য পুলিশ ফাঁড়ি স্থাপনের বিকল্প নাই।

মানববন্ধন উপস্থিত ছিলেন- বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক মশিউর রহমান খান জুমেল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি সাজিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের বিভাগীয় সভাপতি চিত্তরঞ্জন দেব বর্মা, বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশনের সদস্য রাজীব আহমেদ, হাফিজুর রহমান জসিম, রাকিব আহমেদ, সিফাত আহমেদ, শাহজাহান মিয়া, ফয়সল আহমেদ, সুহেব মিয়া, সাগর আলী, মিজান মিয়া সহ দুই শতাধিক সচেতন ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!