
জৈন্তাপুর সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকাল ৩:টায় উপজেলা সদরের নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের প্রয়াত এবার নেতা দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী ও সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম।
সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ, যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ও সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জেবুন নাহার সেলিম বলেন, আগামী দেশ গঠনে এবং দেশের মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ভবিষ্যৎ বাংলাদেশের নির্মাণে পথপ্রদর্শক। বিএনপির প্রতিটি তৃণমূল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে প্রতিষ্ঠিতভাবে এগোতে হবে।
তিনি সভায় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিলার দ্রুত সুস্থতা কামনা করেন।
এছাড়া তিনি মরহুম দিলদার হোসেন সেলিমের জনকল্যাণমূলক কাজ ও অঞ্চলবাসীর প্রিয় নেতৃস্থানীয় অবদান স্মরণ করে তাঁর অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়নের গুরুত্বে গুরুত্বারোপ করেন এবং মহান জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে সকলের মূল্যবান মতামত ও সমর্থন কামনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী এনায়েতউল্লাহ, সাবেক সভাপতি ও ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুক্কুর, সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও ১ নং নিজপাট ইউনিয়ন চেয়ারম্যান ইন্তাজ আলি। এছাড়া প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সোহেল, সদস্য দুলাল আহমেদ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দলসহ অঙ্গসংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। যুবদলের পক্ষ থেকে সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদসহ অনেকে বক্তব্য দেন। ছাত্রদল ও কলেজ,ইউনিয়ন পর্যায়ের নেতারা এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও সংগঠনগত ঐক্যে গুরুত্বারোপ করেন।
সভা শেষে প্রধান অতিথি ও নেতৃবৃন্দ উপজেলার সদর ও পূর্ববাজার এলাকায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে লিফলেট বিতরণ করেন এবং চলমান কর্মসূচি সম্পর্কে মানুষকে জানানোর আহ্বান জানান।