সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির ইতিহাস গড়া অভিযানে: ভারতীয় ২৭৯ গরু-মহিষ আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ণ
সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির ইতিহাস গড়া অভিযানে: ভারতীয় ২৭৯ গরু-মহিষ আটক

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে সীমান্ত এলাকা থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গবাদিপশুর চালান আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একাধিক অভিযানে ২৩৭টি গরু ও ৪২টি মহিষসহ মোট ২৭৯টি পশু জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

 

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকী এলাকায় বিছনাকান্দি বিওপি এবং ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় অবৈধ গরু আটক করে। একই দিন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহল দল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় পৃথক অভিযানে ৩২টি মহিষ এবং আরেকটি স্থানে ১০টি মহিষসহ মোট ৪২টি মহিষ আটক করে।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান অবৈধ গবাদি পশু জব্দ করা হয়। আটককৃত গবাদি পশুগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি কর্তৃপক্ষ মনে করে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে তথ্য পেলে ভবিষ্যতেও এ ধরনের সফল অভিযান পরিচালনা করা সম্ভব হবে।

 

দেশের সীমান্ত এলাকায় এ ধরনের সফল অভিযান শুধু অবৈধ চোরাচালান রোধেই নয়, বরং জননিরাপত্তা ও অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বড় ভূমিকা রাখছে। বিজিবির অব্যাহত তৎপরতায় সীমান্ত হবে আরও নিরাপদ, আর জনগণ পাবে স্বস্তির নিঃশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!