সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ৬ আসামিসহ ৯জন গ্রে প্তা-র 

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ণ
বড়লেখায় পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ৬ আসামিসহ ৯জন গ্রে প্তা-র 

বড়লেখা প্রতিনিধি-

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর মামলার পরোয়ানাভুক্ত ৬ জন ও ফৌ: কা: মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ৯ আসামির মধ্যে ৫ জন সিআর মামলা, ১জন জিয়ার মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং ৩জন ফৌ:কা: মামলার আসামিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করাহয়েছে। তাদেরকে পৃথক পৃথক স্থান থেকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, জিআর-১২৭/১৩ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামী বাঘাডহর গ্রামের মৃত- নুরুজ আলীর ছেলে আইনুদ্দিীন,বিদ্যুৎ সিআর-৫৯৯/২৪ (বড়)মামলার পরোয়ানাভুক্ত ৭নং কাশেম নগর গ্রামের মৃত- আসাব আলীর ছেলে জালাল উদ্দিন,বিদ্যুৎ সিআর-৪৪৪/২৪ (বড়) মামলার আসামী পূর্ব হাতলিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে জসিম উদ্দিন, বিদ্যুৎ সিআর-২৫০/২৪(বড়) মামলার পরোয়ানাভুক্ত কাসেমনগর গ্রামের মইব আলীর ছেলে জামাল, বিদ্যুৎ সিআর-৫৯৭/২৪(বড়) মামলার পরোয়ানাভুক্ত পূর্ব দোহালিয়া গ্রামের মৃত রইয়ব আলীর ছেলে সুমন মিয়া, ফেঞ্চুগঞ্জ সিআর-৯৬/২৫ইং মামলার পরোয়ানাভুক্ত উওর সুজানগর গ্রামের মৃত শফিক আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম, ফৌ: কা: আইনের ১৫১ ধারায় গ্রেফতারকৃত উত্তর ডিমাই গ্রামের মৃত, আব্দুর রহমানের ছেলে বাবলা মিয়া,মৃত ইউসুফ উল্লাহর ছেলে মো.শাহীন উল্লাহ, সাতকরাকান্দি গ্রামের মৃত. আনোয়ার হোসেনর ছেলে দেলোয়ার হোসেন।

 

বড়লেখা থানার অফিসার ইনচার্য আবদুল কাইয়ূম মোল্লা সিআর-জিআর ফৌ: মামলার ৯ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!