সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ণ
জকিগঞ্জে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামে বসতবাড়িতে হামলা ও মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেন ইমন গত ৫ অক্টোবর জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে প্রতিবেশী শাহজাহান আহমদ (৩০), বাবলু আহমদ (৩৩), আলাল আহমদ (৩৮) সহ আরও কয়েকজন মিলে তার বাড়িতে অতর্কিত হামলা চালান। তারা বসতঘরের সামনে রাখা একটি পালসার মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তিনি ঘর থেকে বের হলে তাদের বাধা দেন। এসময় তার ওপর হামলার চেষ্টা করা হয়।

 

আলমগীর হোসেন ইমন জানান, অভিযুক্ত শাহজাহান আহমদ কয়েকদিন ধরে তার কাছে ১ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহজাহান তাকে হুমকি দেন এবং বলেন, “চিনাইয়া রাখলাম!” ঘটনার আগের দিন স্থানীয় ইউপি সদস্য লতিফ আহমদের বাড়ির সামনে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

 

এ বিষয়ে জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, “ঘটনাটি একটি পূর্ব বিরোধের অংশ হতে পারে। উভয় পক্ষের আগেও মামলা রয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!