সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে নাপিতখাল নদীতে অবৈধ বালু উত্তোলন, কবরস্থান ও বসতবাড়ি হুমকির মুখে

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে নাপিতখাল নদীতে অবৈধ বালু উত্তোলন, কবরস্থান ও বসতবাড়ি হুমকির মুখে

অনলাইন ডেস্ক:

সিলেটের জৈন্তাপুর উপজেলার নাপিতখাল নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আশপাশের কবরস্থান ও বসতবাড়ি ভাঙনের হুমকিতে পড়েছে। এলাকাবাসী বলছেন, নদী থেকে বালু তোলার পাশাপাশি ইঞ্জিনচালিত নৌকার চলাচলও ভাঙনকে ত্বরান্বিত করছে, যা জনজীবন ও সামাজিক অবকাঠামোর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নজির আহমেদ জানান, নিজের প্রয়োজন মেটাতে কেউ হয়তো সামান্য বালু তুলতে পারে, তবে বাণিজ্যিকভাবে উত্তোলন সম্পূর্ণ অবৈধ। বিশেষ করে নদীর ধার ঘেঁষে থাকা কবরস্থান ও বসতবাড়ি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

 

মঙ্গলবার ৭ অক্টোবর জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, সিলেটের প্রায় সব এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নিয়মিত নজরদারি চালাচ্ছে। মাঠ পর্যায়ের অভিযানের মাধ্যমে অধিকাংশ স্থানে কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে। তিনি সতর্ক করে জানান, নাপিতখাল নদীতে নতুন করে কেউ বালু তুলতে নামলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে সচেতন নাগরিকেরা জানিয়েছেন, নাপিতখাল নদী শুধু স্থানীয় জীবনের অংশ নয়, এর তীরে রয়েছে কবরস্থানসহ বহু পরিবার। এখানে অবৈধ বালু উত্তোলন চলতে থাকলে প্রজন্মের স্মৃতি ও বসতভিটা একে একে বিলীন হয়ে যাবে।

 

তাদের প্রত্যাশা, আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হবে। নদীকে রক্ষা করা মানে শুধু প্রকৃতি নয়, মানুষের ইতিহাস, আস্থা ও ভবিষ্যৎকেও রক্ষা করা।

 

তথ্যসূত্র: সবুজ সিলেট ডেস্ক।

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!