
সিসিটিভি ক্যামেরা ও চেকপোস্টের মাধ্যমে সিলেটের কোম্পানীগঞ্জ মহাসড়কে অবৈধ পন্য পরিবহনসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে কোম্পানীগঞ্জ থানার অধীনস্থ চেকপোস্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া- এই উদ্যোগ নিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম বলেন, চেকপোস্টে সিসি ক্যামেরা স্থাপন হলে ট্রাকযোগে অবৈধ বালু ও সাদা পাথর পরিবহন শনাক্ত করা সহজ হবে। এতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে এবং পরিবেশ ও সড়ক নিরাপত্তা রক্ষায় এটি কার্যকর ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, অবৈধভাবে ট্রাক দিয়ে বালু ও সাদা পাথর পরিবহন সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আমরা চেকপোস্টগুলো সিসি ক্যামেরার আওতায় আনছি। এর মাধ্যমে অবৈধ পরিবহন কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও আরও সুসংহত হবে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ মনে করছে, এই পদক্ষেপের ফলে কোম্পানীগঞ্জে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু-পাথর পরিবহন কার্যক্রম অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে সাধারণ মানুষও আরও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারবেন।