জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে সিলেটের জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে জৈন্তাপুর উপজেলা চত্বরে এক র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় এ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা। সভার সঞ্চালনা করেন খাঁজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি নাজির আলী সরকার, শহিদ মিয়া, আবু সুফিয়ান, অঞ্জনা দেবী নাথ, আব্দুর রহিম, ফখরুল ইসলাম, সিরাজুল হক, বিকাশ চন্দ্র দেব, অলিউর রহমান, হাবিবুর রহমান, মামুনুল ইসলাম, কলিম উল্লাহ, ফয়েজ আহমেদ, নুরুল আলম ও বুরহান উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, শিক্ষক শুধুমাত্র পাঠদানকারী নন, তিনি ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র, নৈতিকতা ও দেশপ্রেম গঠনের স্থপতি। গুণী শিক্ষকগণই গড়ে তোলেন গুণী শিষ্য।
অন্যান্য বক্তারা বলেন, আধুনিক যুগে শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধির জন্য যথাযথ প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠান শেষে শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদের অবদান স্মরণ করা হয়।