জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন আজিজুর রহমান। তিনি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি এবং সদর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ও দুইবার নির্বাচিত ইউপি সদস্য।
শনিবার বিকেলে জকিগঞ্জ শহরের উপজেলা জামায়াত কার্যালয়ে সদর ইউনিয়নের দায়িত্বশীলদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি জামায়াত সভাপতি শাহীন আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিসবাউল ইসলাম।
দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে সিলেট জেলা ও জকিগঞ্জ উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে আজিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সারওয়ার হোসেন।
তিনি বলেন, “আজিজুর রহমান একজন জনপ্রিয় সাবেক জনপ্রতিনিধি ও সমাজসেবক। তাঁর সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজের কারণে তিনি জনগণের আস্থাভাজন হয়েছেন। তাই তাকেই দলের পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আজিজুর রহমানকে বিজয়ী করতে এখন থেকেই প্রতিটি ওয়ার্ডে, পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের কাছে গিয়ে তাঁর উন্নয়ন ভাবনা তুলে ধরুন।”
সভায় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে আজিজুর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা প্রসার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। আমি সকল নাগরিকের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আজিজুর রহমান সামাজিক ও মানবিক নানা উদ্যোগ গ্রহণ করে এলাকার মানুষের মধ্যে আস্থা তৈরি করেন। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই নির্বাচনী মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে।