সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ‘ভূমিকম্প মোকাবেলা’ করণীয় শীর্ষক কর্মশালা

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ০৬:০১ অপরাহ্ণ
সুনামগঞ্জে ‘ভূমিকম্প মোকাবেলা’ করণীয় শীর্ষক কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে ভূমিকম্প মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সার্কিট হাউস মিলনায়তনে রবিবার সকালে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।

 

উম্মুক্ত আলোচনায় বক্তব্য দেন জেলা শিক্ষা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, পরিবেশ অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক মোহাইমিনুল হক প্রমুখ। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!