জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদের পদ স্থগিত করা করেছে উপজেলা বিএনপি। নতুন সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে রুমেল আহমেদ কে।
জৈন্তাপুর উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র অধীনে ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ইলিয়াছ আহমদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগ আনেন।
অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইলিয়াস আহমেদ কে লিখিতভাবে শোকজ নোটিশ প্রদান করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়।
পরবর্তীতে তিনি সময় বৃদ্ধি চেয়ে আবেদন করলে উপজেলা বিএনপি তাকে বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত সময় প্রদান করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি জবাব না দেওয়ায় উপজেলা বিএনপি তার পদ স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে।
এদিকে সংগঠনের কার্যক্রম সচল রাখতে ৫নং ফতেপুর ইউনিয়ন বিএনপি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুমেল আহমদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে ।
এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী।
চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নিকট।