সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে ইনকিলাবের বিরুদ্ধে ভুমি খেকোর মামলা : সাংবাদিকদের হুশিয়ারি

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ০২:৪২ অপরাহ্ণ
বিশ্বনাথে ইনকিলাবের বিরুদ্ধে ভুমি খেকোর মামলা : সাংবাদিকদের হুশিয়ারি

দেশের জনপ্রিয় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে ৫০কোটি টাকার সাজানো মিথ্যা বানোয়াট ও মানহানিকর মামলার প্রতিবাদে সাংবাদিকদের যৌথ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আজ রবিবার (৫অক্টোবর) দুপুরে বিশ্বনাথ থানা সদরে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও রুপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ।

সভায় মামলার দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরী গ্রামের তেরা মিয়ার পুত্র এডভোকেট শামিম আহমদ সংবাদের প্রতিবাদ না দিয়ে সিলেটের একটি আদালতে সরাসরি ৫০কোটি টাকার মামলা দায়ের করে। গত ২৭সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় ‘কোটি টাকার খাস জমি আতœসাতের চেষ্টা, বিশ্বনাথে উত্তেজনা’ শিরোনামে একটি তথ্য বহুল সংবাদ প্রকাশিত হয়। সংবাদে প্রতারক ভুমি খেকো এড. শামিম আহমদের দাদা আয়াত উল্লা, চাচা চান মিয়া, তেঘরী মৌজার জেএল নং-৪৪, এসএ ৯ ও ১০দাগে, ৬একর ৭০শতক ভুমি একাধিক দেওয়ানী মামলায় হারার পর জোর পূর্বক দখলের বিষয়টি উল্লেখ করা হয়। প্রতিটি মামলার নম্বর উল্লেখ পূর্বক রায়ের প্রেক্ষিতে সংবাদটি প্রকাশিত হয়। কিন্তু ভুমি খেকো প্রতারক শামিম মিথ্যাভাবে ৫০কোটি টাকার ক্ষতিপূরণের মামলা দায়ের করে। মামলা দায়েরের ঘটনা সমস্ত সিলেট জুড়ে সাংবাদিক সমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুমি আতœসাতের প্রচেষ্টার ঘটনা একাধিক সংবাদপত্র ও অনলাইন পোটালে প্রকাশিত হলেও কেবল মাত্র ইনকিলাবের বিরুদ্ধে মামলা দায়ের করা রহস্যজনক। আমরা এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা হুশিয়ারি উচ্চার করে বলেন, মামলা প্রত্যাহার করা না হলে ভুমি খেকোদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, জামাল মিয়া, মোহাম্মদ নূরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, আহমদ আলী হিরন, প্রাথমিক সদস্য সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবীশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য বদরুল ইসলাম মহসিন, শিক্ষানবীশ সদস্য আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, কামরুল ইসলাম, তৌফিকুর রহমান হাবিব, মো. আব্দুল্লাহ, আরকুম আলী, আবিদ উদ্দিন নিজাম প্রমুখ নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!