সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন : ২ জনের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন : ২ জনের কারাদণ্ড

হাবিবুল কবির শুভ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর-ট্রলি জব্দ করা হয়েছে।

 

শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ’র নেতৃত্বে ও দোয়ারাবাজার থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চিলাই নদীর বালিছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বালিছড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মিলন মিয়া (২৭) ও লাল মিয়ার ছেলে ফালান মিয়া (২৫)।

 

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ইজারাবহির্ভূত নদী এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটককৃতদের ছয় মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর-ট্রলি জব্দ করা হয়েছে। এছাড়া সংগৃহীত তথ্যের ভিত্তিতে বালিছড়া গ্রাম সংলগ্ন ভোলাখালী ব্রিজের তলদেশ থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ জানান, “ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Follow for More!