ডেস্ক নিউজ ::
যুক্তরাজ্য ওয়েলসের বিবিসি সেলিব্রিটি শেফ এবং “আবুল স্পাইস” এর সিইও, শিল্পপতি আবুল হোসাইনের পৃষ্টপোষকতায় ও তাফিদা রাকিব ফাউন্ডেশনের সৌজন্য,ছাতক উপজেলার কালারুকা,শাহ সুফি মুজাম্মিল আলী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে যুক্তরাজ্য ও ইউরোপ থেকে আগত ৫ জন চিকিৎসক চিকিৎসা প্রদান করেন।
আজ (শনিবার) সকাল থেকে শাহ সুফি মুজাম্মিল আলী মাদ্রাসায় অনুষ্ঠিত এ ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক রোগী সাধারণ উপস্থিত ছিলেন।তাঁরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পান। মেডিসিন,চক্ষু, স্ত্রীরোগ প্রসূতি ও নিউরো মেডিসিন রোগসহ মেডিকেল ক্যাম্পে নানা রোগের চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
আজ সকাল থেকে সেবা মানুষের জন্য ক্যাম্প করতে নিতে আসা রোগীদের মধ্যে বেশ সন্তুষজনক মনোভাব ছিল। অতি সহজে বিদেশী চিকিৎসকের কাছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি সাধারণ মানুষ। সাধুবাদ জানিয়েছেন তারা। আগামীতে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আরো প্রত্যাশা তাদের।ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও পরামর্শ দিতে পেরে খুশি বিদেশ থেকে আগত চিকিৎসকরাও।
যুক্তরাজ্য ওয়েলসের বিবিসি সেলিব্রিটি শেফ এবং “আবুল স্পাইস” এর সিইও, শিল্পপতি আবুল হোসাইন জানান,
আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। নিজ উপজেলার মানুষের জন্য সেবার ব্রত বিলিয়ে দিতে আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী,তাফিদা রাকিব ফাউন্ডেশনের সভাপতি সভাপতি শেলিনা বেগম , পুলিশ সুপার( এডমিন) সিলেট রেঞ্জ শরিফুল ইসলাম এসপি (ছাতক,দোয়ারা)সারকেল,আব্দুল কাদির, ওসি (ছাতক) শফিকুল ইসলাম খান, তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন চৌধুরী,সিনিয়র মেম্বার,গোলাম রাসুল মুহি আহাদ,সৈয়দ বেলায়ত আলী লিমন, আব্দুল আজিজ,আদিল আহমেদ, চ্যারিটি ৭৮৬ এর কান্ট্রি ম্যানেজার মানবিক কর্মী, আলাউদ্দিন পাশা, সদস্য রাকিব আলী। প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।