
এম এ কাদির, বালাগঞ্জ :
সিলেটের বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে রবিবার সকাল ১০ টায় উপজেলা সদরের কাছাকাছি বদর নগর এলাকা থেকে একটি একনালা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ চুইছ গেইট এলাকার বড়ভাগা নদীর পাশে বালুর নিচ থেকে পলিথিনে মুড়ানো বন্দুক ও গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। ঘটনায় সাথে জড়িত কাউকে আটক করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানাপুলিশের কাছে হস্থান্তর করা হবে।
বিষয়টি নিশ্চিত করছেন সেনাবাহিনীর ওসমানীনগর ক্যাম্পের দ্বায়িত্বে থাকা ক্যাপ্টেন মো: মুবীন।
এর আগে, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল আহমদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা যায়নি। জুয়েল আহমদ উপজেলার চাঁনপুর গ্রামের লাল মিয়ার পুত্র।