বালাগঞ্জ :
জুলাই জাতীয় সনদ ঘোষনা ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে খেলাফত মজলিস কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বালাগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে
বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বালাগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে এসে পথ সভায় মিলিত হয়। পথ সভায় বক্তারা,জাতীয় স্বার্থে
কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা দাবি এবং নীতিগত অবস্থান তুলে ধরে দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানিয়ে। তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। উপজেলা সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মীম হুসাইনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের সিলেট জেলা সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, প্রচার সম্পাদক মুফতি হুসাইন আহমদ মিসবাহ, উপজেলা সহ সভাপতি সাংবাদিক আবুল কাশেম অফিক, মাওলানা ফয়েজ আহমদ, যুব মজলিস উপজেলা সদস্য সচিব বিলাল আহমদ তালুকদার, শ্রমিক মজলিস উপজেলা সভাপতি কারী জুবায়ের আহমদ, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক নাহিদ আহমদ কিবরিয়া প্রমুখ।