সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিক ও লেখক গোলজার আহমদ হেলাল: বহুমাত্রিক এক আলোকবর্তিকা

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
সাংবাদিক ও লেখক গোলজার আহমদ হেলাল: বহুমাত্রিক এক আলোকবর্তিকা

সুয়েব রানা সিলেট::

সিলেটের সাংবাদিকতা, সাহিত্য সংস্কৃতি ও সমাজসেবার জগতে এক উজ্জ্বল নাম গোলজার আহমদ হেলাল। লেখালেখি, গবেষণা ও সংস্কৃতি চর্চা থেকে শুরু করে সাংবাদিকতা ও সমাজসেবায় তাঁর পদচারণা তাঁকে করেছে বহুমাত্রিক ব্যক্তিত্বে। বর্তমানে তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি এবং সম্প্রতি সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে আলোচনায় এসেছেন।

 

১৯৭৯ সালে সিলেটের ঐতিহাসিক জনপদ, স্বাধীনতার গৌরবধারী এলাকা জৈন্তাপুর উপজেলার দিগারাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মরহুম মো. মুহিবুর রহমান ও মাতা মাহমুদা খাতুন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বিদ্যালয় জীবন থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী। ১৯৯২ সালে মাত্র ১৩ বছর বয়সে সেন্ট্রাল জৈন্তা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় স্টার মার্কসসহ প্রথম বিভাগে (চার বিষয়ে লেটারসহ) এসএসসি পাস করেন। পরবর্তীতে সিলেট এমসি কলেজ থেকে বিজ্ঞান শাখায় ডিস্টিংশনসহ প্রথম বিভাগে এইচএসসি পাস করেন।

 

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এলএলবি (প্রথম শ্রেণী), সাউথইস্ট ইউনিভার্সিটিতে এমবিএ কোর্সে অধ্যয়ন, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বিএড ক্লাসে পড়াশোনা এবং সিলেট আইন কলেজে অধ্যয়নসহ দীর্ঘ শিক্ষাজীবন অতিক্রম করেছেন। ছাত্রজীবনে তিনি প্রাইমারি ও জুনিয়র বৃত্তি পান এবং জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ অর্জন করেন।স্কুল জীবনে তিনি বরাবর ফার্স্ট বয় ছিলেন। প্রতিটি ক্লাসের প্রতিটি পরীক্ষায় তিনি মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করতেন। অংক,বিজ্ঞান সহ বিভিন্ন সাবজেক্টে রেকর্ড সংখ্যক নম্বর প্রাপ্তি ও ঈর্ষণীয় ফলাফল এলাকায় বেশ সুনাম কুড়িয়েছেন।তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী অদ্বিতীয়, অসাধারণ প্রখর মেধার অধিকারী ও প্রতিভাবান একজন মানুষ।

 

কর্মজীবনের শুরুতে তিনি জৈন্তিয়া শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং সিলেটে ক্যারিয়ার কর্নার নামে একটি আন্তর্জাতিক ভাষা শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলেন। একই সময়ে তিনি জাতিসংঘের সদস্যভুক্ত আন্তর্জাতিক এনজিও ওয়ামী(WAMY) বাংলাদেশ অফিসের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন।

সেই সাথে সাংবাদিকতার প্রতি প্রবল টান তাঁকে মিডিয়ায় নিয়ে আসে। তিনি দৈনিক আলোকিত সিলেট-এ যোগ দেন।বার্তা ও ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তিনি দৈনিক পূণ্যভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হন। একই সাথে কিছুদিন স্থানীয় একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক।পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল সিলেটের খবর ২৪ ডটকমের সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত নিবন্ধিত গণমাধ্যম বহুমাত্রিক.কম এর স্টাফ করেসপোন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন (বনপা) সিলেট বিভাগীয় কমিটির সদস্য, সিলেট সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এবং একাধিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

 

গোলজার আহমদ হেলাল সাংবাদিকতা ও উন্নয়ন বিষয়ে একাধিক প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে রয়েছে ঢাকা সাংবাদিক ফোরামের অধীনে বুনিয়াদি সাংবাদিকতা কোর্স, জার্নালিজম রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে সাংবাদিকতা প্রশিক্ষণ, উন্নয়নশীল রাষ্ট্রে নেতৃত্ব প্রশিক্ষণ, ইয়ুথ ডেভেলপমেন্ট ও লোকাল গভর্নমেন্ট জার্নালিজম প্রশিক্ষণসহ বিভিন্ন কোর্স। ষষ্ঠ শ্রেণি থেকে লেখালেখি শুরু করা গোলজার আহমদ হেলাল এ পর্যন্ত বহু প্রবন্ধ, গবেষণামূলক লেখা, সাময়িকী ও স্মারক সম্পাদনা করেছেন। তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য, সিলেট সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, সাহিত্য রত্ন পরিষদের সভাপতি,বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান,বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সহ একাধিক সাহিত্য-সংস্কৃতি সংগঠনের সাথে যুক্ত।তিনি গণমাধ্যম বিষয়ক প্রতিষ্ঠান স্কুল অফ জার্নালিজম এর প্রতিষ্ঠাতা ও সিলেট মিডিয়া কর্পোরেশন এর পরিচালক।তিনি কোরআন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কোরআন স্টাডিজ সেন্টার বিকিউএসসি ও ওয়ার্ল্ড ফেভারেবল সোসাইটি এর অন্যতম উদ্যোক্তা। এছাড়াও তিনি বহু সমাজসেবা ও উন্নয়নমুলক সংস্থা এবং শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানেে সম্পৃক্ত আছেন।

 

মানবিক মানুষ হিসেবে গোলজার আহমদ হেলাল সিলেটের বিভিন্ন এলাকায় সংকট ও দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকাল ও বন্যায় তিনি নিজ হাতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় ছুটে যান। তিনি সিলেটের অসংখ্য মসজিদ-মাদ্রাসায় নিজ উদ্যোগে ও বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে সহায়তা দিয়েছেন।

 

ব্যক্তিগত জীবনে তিনি ২০০৯ সালের ডিসেম্বরে মাহমুদা বেগম সামিয়ার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

 

দীর্ঘ সাংবাদিকতা, লেখালেখি ও সমাজসেবার অভিজ্ঞতা নিয়ে তিনি এখন রাজনীতিতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে।

 

গোলজার আহমদ হেলাল শুধু একজন সাংবাদিক নন,তিনি লেখক, গবেষক, সমাজসেবক, সংগঠক ও মানবাধিকার কর্মী। সিলেটের সবার কাছে পরিচিত ও শ্রদ্ধাজন ব্যক্তি, সহজ-সরল, স্বাভাবিক জীবনযাপন এবং মানুষের পাশে থাকার মনোভাব তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!