সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ক্ষমতার নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে বিএনপি: বদরুজ্জামান সেলিম

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
ক্ষমতার নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে বিএনপি: বদরুজ্জামান সেলিম

সিলেট :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না, মানুষের অধিকার প্রতিষ্ঠার ও মানবতার সেবার রাজনীতি করে।

কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজারসহ বিভিন্নস্থানে ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে একথাগুলো বলেন। তিনি বলেন, বিএনপি সর্বদা মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন. কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, সাবেক যুগ্ম সম্পাদক কামাল আহমদ, আমিরুল ইসলাম উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাাদক জহির উদ্দিন, ৫নং উত্তর রণিখাই ইউয়িন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য জামাল উদ্দিন, উপজেলা যুবদল আহবায়ক কমিটি সদস্য মুজিবুর রহমান মনা, দুলাল মিয়া, দিলোয়া হোসেন, চুনু মিয়া, অজিত কুমার রায়, ফখরুল ইসলাম, ২ নং পূর্ব ইসলাম পুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলু মিয়া, ন্যাশনালিষ্ট এডুকেশন ট্রাষ্ট ও ছাত্রদল নেতা সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ নয়ন, শ্রমিক দল নেতা আব্দুল হক, সামসুল হক মো. আইয়ূব, আমিনূল ইসলাম, আব্দুর রউফ, মছব্বির আহমদ, সাইদুল ইসলাম, শ্রমিক দলের হবি আহমদ, মুস্তাকিন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Follow for More!