সুনামগঞ্জ প্রতিনিধি:
জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। যোগদানের পর থেকে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদীসহ উপজেলার সর্বত্র সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অনন্য নজির স্থাপন করে আসছেন তিনি।
অতীতে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিয়ে সমালোচনা হলেও নেটিজেনদের প্রশংসায় পঞ্চমুখ প্রশাসনের দায়িত্বে থাকা চৌকস এই কর্মকর্তা। তাঁর আদর্শিক দায়িত্বপালনে মন কেড়েছে নেটিজেনদের।
এরই ধারাবাহিকতায় মেহেদী হাসান লিমন নামে ব্যক্তি লিখেছেন- 'স্যার আপনার হাত ধরেই তাহিরপুর উপজেলা উন্নয়নের রোলমডেল হবে'। জয়নাল আবেদীন দুর্জয় লিখেছেন- 'স্যার প্রথমে এসে চমক দেখিয়ে দিলেন। আপনার পাশে এলাকাবাসী, সাধারণ জনতা আছে'। স্থানীয় সাংবাদিক ও পরিবেশকর্মী আহম্মদ কবির লিখেছেন- 'মন্তব্য কিছুই করলাম না, শুধু বলবো স্যালুট'। স্থানীয় জনপ্রতিনিধি আলী আহমদ মুরাদ লিখেছেন- 'স্বল্প সময়ে তাহিরপুরের বিতর্কিত কর্মকান্ড অনেকটাই মোবাইল কোর্টের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে। আপনার পরিপুর্ণ সফলতা কামনা করছি'। এছাড়া অনেকেই ইতিবাচক মন্তব্য করে আসছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমার দায়িত্বটুকু নিষ্ঠার সাথে পালন করছিমাত্র। তবে- হাওর এলাকার মৎস্য সম্পদ রক্ষা, উপজেলার সর্বত্র রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে সচেতন উপজেলাবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।