জৈন্তাপুর প্রতিনিধিঃ- বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জৈন্তাপুর উপজেলা ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় উপজেলার হরিপুর বাজার হক ম্যানশন দ্বিতীয় তলা মিলনায়তনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি মোক্তার হোসেনের সঞ্চালনায়, সভাপতি হারুনুর রশিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা দলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেনাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব।
প্রধান অতিথি আব্দুর রশিদ বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে। মুক্তিযোদ্ধারা সবসময় দেশের সঙ্কটকালে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাই আগামীর আন্দোলনেও আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান বক্তা রফিকুল ইসলাম সেনাজ বলেন, আমাদের সাংগঠনিক শক্তি ইউনিয়ন পর্যায় থেকে আরও সুসংহত করতে হবে। মুক্তিযোদ্ধারা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে তবে কোনো স্বৈরাচারী শক্তিই আমাদের দাবিকে দমিয়ে রাখতে পারবে না।
বিশেষ অতিথি মুহিবুল হক মুহিব বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশের প্রকৃত মুক্তি সম্ভব। এজন্য মুক্তিযোদ্ধাদের ঐকান্তিক প্রচেষ্টা ও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে হবে।
এছাড়াও সভায় উপজেলা বিএনপির সহ সভাপতি সোহেল আহমদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, আব্দুর রব দুলাল, আলী হায়দার সায়মন বক্তব্য প্রদান করেন।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব,সালেহ আহমদ, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জালাল উদ্দিন,বর্তমান ভারপ্রাপ্ত সদস্য সচিব শাহীন আলম,সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিক আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধা দলের সহ সভাপতি জহির উদ্দিন (মাস্টার), ৫ নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইমাম উদ্দিন (ঈমানী), আব্দুল মতিন, আলী আমজদ, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সহ সভাপতি জয়নাল আবেদিন, উপজেলা মুক্তিযুদ্ধা দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শাহজালাল (রঃ) ডিগ্রী কলেজ ছাত্র দলের সদস্য সচিব সায়েল আহমদ,ইউনিয়ন বিএনপি নেতা রফিক আহমদ, কুতুব উদ্দিন, শরিফ উদ্দিন, আবুল কালাম সিকদার, আবুল কাসেম,ইমাম উদ্দিন, সমছুর উদ্দিন, নুর উদ্দিন, লোদাই মিয়া,সোনাউল্লাহ,কমর উদ্দিন, মামুন আহমদ,এমদাদ উল্লাহ, আব্দুল মন্নান, নাসির উদ্দিন, বিলাল আহমদ, সাদিক আহমদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক টিম গঠন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে মুক্তিযোদ্ধাদের ভূমিকা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশকে বর্তমান সংকট থেকে মুক্ত করতে হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার বাস্তবায়ন অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে মুক্তিযোদ্ধারা অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধা সদস্যরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপস্থিত হন। সম্মেলন শেষে ৫নং ফতেপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।