সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ওসমানীনগরে রাস্তা নিয়ে বিরোধ : সংঘর্ষ, গুলিবিদ্ধ দু’জনসহ আহত ৪

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ণ
ওসমানীনগরে রাস্তা নিয়ে বিরোধ : সংঘর্ষ, গুলিবিদ্ধ দু’জনসহ আহত ৪

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেট  ওসমানীনগরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে ২ জন গুলিবিদ্ধসহ একই পরিবারের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিমগাঁও গ্রামের মৃত প্রমেশ সূত্র ধরের ছেলে প্রনধীর সূত্রধর (৫২), প্রনধীরের স্ত্রী অঞ্জনা রানী সূত্র ধর (৩৬), অরেশ সূত্রধরের ছেলে অর্জুন সূত্রধর (৩৪), মেয়ে আরতি রানী (৫২)। গুলিবিদ্ধ প্রনধীর সূত্রধর ও অর্জুন সূত্রধরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার সিকন্দরপুর পশ্চিমগাঁও গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, একই গ্রামের মৃত আকিছ উল্লাহর ছেলে শফিকুল ইসলাম গং দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তি বাড়ির প্রনধীর সূত্রধর এর পারিবারিক শ্মাশানের উপর দিয়ে একটি ড্রেন নির্মাণ করার দাবী করছিলেন। কিন্তু প্রনধীর সূত্রধরের পরিবার এ দাবী না মানায় ঘটনার দিন শফিকুল ইসলাম তার লোকজন নিয়ে প্রনধীরের বাড়ির রাস্তার ইট তুলে নেন। এসময় ইট তুলা নিয়ে কথা কাটাকাটি হলে শফিকুল ইসলামের পক্ষের লোকজন প্রনধীর সূত্রধরের বাড়ির লোকজনের উপর দেশিয় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করেন। এসময় প্রনধীরের বাড়িতে ব্যাপক ইটপাটকেল ছুঁড়লে বসত ঘরের টিনে ছিদ্র হয়। হামলায় প্রনধীর, অর্জুন গুলিবিদ্ধ হন এবং অঞ্জনা ও আরতি রানী নামের দু’জন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

প্রনধীর সূত্রধর ও অর্জুন সূত্রধর বলেন, শফিকুল ইসলাম আমাদের বাড়ির সামনে শ্মাশানের উপর দিয়ে পানির ড্রেন নিতে চায়। আমরা না মানলে তারা রাস্তা বন্ধ করে দিতে রাস্তার ইট তুলে নেয়। আমরা এর প্রতিবাদ করলে তারা আমাদের উপর হামলা ও গুলি করেছে।শফিকুল ইসলাম এর মোবাইল নাম্বারে কল করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। দুই পক্ষকে নিয়ে বসার কথা ছিলো। মারামারি হয়েছে শুনেছি, গুলির বিষয়টি তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!