
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ থানায় দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।
স্থানীয়রা জানান, অতীতে দায়িত্বে থাকা কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় এলাকায় মাদক ও চোরাচালানকারীদের কার্যক্রম ছিল বেপরোয়া। তবে নতুন ওসি যোগদানের পর থেকেই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে।
রতন শেখ দায়িত্ব গ্রহণের পর জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তার নেতৃত্বে মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে অনেক চিহ্নিত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওসি রতন শেখ বলেন, কোনো অবস্থাতেই মাদক ও চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না। কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করতে যা যা করার প্রয়োজন, সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে আমি কাউকে ছাড় দেব না। তবে অনেকে হিংসা ও শত্রুতামূলক মনোভাব নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কিছু অসাধু চক্র মানহানিকর লেখা লিখছে। এসবের তোয়াক্কা না করে আমি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এলাকাবাসীর প্রত্যাশা, তার এই উদ্যোগ অব্যাহত থাকলে কোম্পানীগঞ্জ শিগগিরই মাদক ও চোরাচালানমুক্ত এলাকায় পরিণত হবে।