সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৫:৪০ অপরাহ্ণ
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের মৃত্যু

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “আমার বাবা আর নেই। দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।”

 

গত ২৭ সেপ্টেম্বর বিকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাবেক এই শিল্পমন্ত্রীকে ঢামেকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

 

এর আগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাকাণ্ডের মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!