সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কাদিয়ানীরা মুসলমানদের ঈমান ধ্বংস করছে ——মাওলানা ইমাদুদ্দিন

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:২৮ অপরাহ্ণ
কাদিয়ানীরা মুসলমানদের  ঈমান ধ্বংস করছে ——মাওলানা ইমাদুদ্দিন

খতমে নবুওয়াত কমিটির পরিচিতি সভা সম্পন্ন

 

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলা ও মহানগর শাখার পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইমাদুদ্দিন বলেন- খতমে নবুওয়াত মানে আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানা ফরজে আইন। তাঁর পরে আর কোনো নবী রাসুলের আগমন ঘটবে না। কাদিয়ানীরা হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে কিন্তু সর্বশেষ নবী মানে না। সুতরাং কাদিয়ানীদের মুসলিম পরিচয় থাকতে পারে না। কাদিয়ানী আলাদা একটা ধর্ম, তারা কাফের। কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা রুখে দাঁড়ানো আমাদের জন্য আবশ্যক। তিনি আরো বলেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মধুপুর পীরসাহেব হুজুরের ডাকে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সর্বাত্মকভাবে সফল এ দেশ থেকে কাদিয়ানী মতবাদের কবর রচনা করতে হবে।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট মহানগর শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাসিম আশরাফী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা শায়খ আবদুল জব্বার, মাওলানা শায়খ আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা শায়খ নাসির উদ্দীন, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন রানাপিংগী, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকী, মাওলানা কামাল উদ্দিন বাদাঘাটি, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা শাহিদ হাতিমী, ক্বারী মাওলানা মখতার আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!