
জৈন্তাপুর সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও দাবি জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মামনুর রশিদ, সাবেক আমীর নাজমুল ইসলাম ও মাওলানা আব্দুল খালিক।
এছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, ২নং ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, ৪নং দরবস্ত ইউনিয়নের সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, ৫নং ফতেহপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম এবং ৬নং চিকনাগুল ইউনিয়নের সভাপতি মাষ্টার তোফায়েল আহমদ।
অন্যদিকে উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শামীম আহমদ, উলামা বিভাগের সভাপতি হাফিজ শামসুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি হাবিবুর রহমানসহ জামায়াতের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মহসিন আহমেদ ও সেক্রেটারি হুসেন আহমদ বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।