সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে শেভরন পাইপলাইন অগ্নিকাণ্ডে দ*গ্ধ বাবা-ছেলের মৃ* ত্যু: আইসিউতে মা

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৫:১১ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে শেভরন পাইপলাইন অগ্নিকাণ্ডে দ*গ্ধ বাবা-ছেলের মৃ* ত্যু: আইসিউতে মা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ বাবা ও ছেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

শনিবার ভোর সাড়ে ৬টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান উপজেলার ভুনভীর ইউনিয়নের শাসন ইলামপাড়ার বাসিন্দা বশির মিয়া (৫৪)। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে একই হাসপাতালে মারা যান তার ছেলে রেজোয়ান মিয়া (২১)। এ ঘটনায় বশির মিয়ার স্ত্রী ফারজানা আক্তার পারভীন (৩৬) এখনও আইসিউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য সালেক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “অগ্নিকাণ্ডে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মা এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।”

গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন ইলামপাড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তদের অবৈধ ছিদ্র করার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন।

স্থানীয়রা জানান, পাইপ ফেটে তেল ছড়িয়ে ছড়ার পানিতে মিশে যায় এবং ধীরে ধীরে হাওরের দিকে গড়িয়ে যায়। পানিতে মাছ ভেসে উঠলে অনেকে মাছ ধরতে নামেন। হঠাৎ পানিতে ভাসমান তেলে আগুন ধরে গিয়ে ওই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হন।

শেভরনের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুর্বৃত্তরা ১২ ইঞ্চি পাইপ ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালায়। প্রেশারের কারণে ছিদ্র বন্ধ করা সম্ভব হয়নি, ফলে তেল ছড়িয়ে পড়ে।

শেভরন বাংলাদেশের মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান জানান, “দুর্বৃত্তদের অবৈধ ছিদ্রের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটে। আমরা দগ্ধদের সুচিকিৎসার ব্যবস্থা করেছি। তবে দুঃখজনকভাবে দুজনের মৃত্যু হয়েছে। শেভরন বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও সমাজকর্মী লুৎফুল হক লোকমান বলেন, “বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। প্রশাসন ও শেভরনের উচিত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া।”

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, “শেভরনের পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে সহায়তা করা হবে।”

এদিকে একই পরিবারের দুইজনের মৃত্যুতে শাসন ইলামপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!