
হবিগঞ্জ :::;
লাখাই রাত পোহালেউ বেজে উঠবে ঢাক ডোল আর কাসার শব্দ। সনাতন ধর্মবাদের সবছেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা। পুজাকে সামনে রেখে সারা দেশের ন্যায় লাখাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতির। পুঞ্জিকা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর মহষষ্ঠী দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২ অক্টোবর মহ বিজয় দশমির মধ্যে দিয়ে সমাপ্ত হবে।
উপজেলায় এ বছর মোট ৬৭টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গা পুজা। এর মধ্যে লাখাই ইউনিয়নের ২৩টি মোড়াকরি ইউনিয়নে ১৭টি, মুড়িয়াউক ইউনিয়নে ১টি বামৈ ইউনিয়নে ৬টি করাব ইউনিয়নে ৮টি এবং বুল্লা ইউনিয়নে ১২টি মন্ডপে অনুষ্টিত হবে শারদীয় দুর্গা পুজা।
শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে পুজা উৎযাপনের লক্ষে লাখাই উপজেলা পরিষদ, প্রশাসন সহ থানা প্রসাশন নিয়েছে বিস্তারিত পদক্ষেপ। পুজায় যাতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক তাকে সেই লক্ষে প্রতিটি পুজা মন্ডপে তাকবে প্রয়োজন সংখ্যক পুলিশ সদস্য ও আনসার বাহিনী এছাড়াও প্রতিটি পুজা মন্ডপ থাকবে সিসি টিভির আওতায়।
এব্যাপারে লাখাই উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) অনুপম দাশ অনুপ জানান, ধর্মীয় বাবগম্বীর্যপূর্ন পরিবেশে পুজা উদযাপন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এব্যপারে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী কাজ করবে।
এদিকে পুজায় শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখবে উল্লেখ করে লাখাই থানা ওসি মোঃ বন্দে আলী জানান, পুজামন্ডপে সার্বিক নিরাপত্তা ও শান্তিপুর্ন ভাবে উৎসব পালন নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করবে পাশাপাশি নিয়োজিত প্রয়োজন সংখ্যক থাকবে আনসার সদস্যরা। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা কটোর হস্তে দমন করতে থাকবে টহল পুলিশ।
পুজা উদযাপন কমিটির সভাপতি প্রাণেশ গোস্বামী জানান প্রতিবারের মতো এবারো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ পুজা উৎস পালিত হবে, ইতিমধ্যে সকল মন্ডপে সম্পন্ন হয়েছে পূজা কার্যাদি।