জৈন্তাপুর প্রতিনিধি ::
জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস -২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
" শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ই অক্টোবর) সকাল ১০:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়।
পরে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব শিক্ষক দিবস -২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলি সরকার, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জালাল উদ্দীন, তৈয়ব আলি ডিগ্রি কলেজের প্রভাষক নোমান আহমেদ খসরু, মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস একাডেমির প্রধান শিক্ষক অন্জনা দেবী নাথ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল ফয়জুর রহমান, চারিকাঠা মাদ্রাসার প্রিন্সিপাল মামুনুর রশিদ সহ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ী, দাখিল মাদ্রাসা ও কলেজের শিক্ষকবৃন্দ।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।