স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:::
হবিগঞ্জের নবীগঞ্জে থানা পুলিশের অভিযানে রোমান আহমেদ নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আ: তাহিদ এর পুত্র।
গত ৪ অক্টোবর শুক্রবার রাত ৮টায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস.আই অনিক পাল এর নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে মধ্যসমত গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে গত ২৬ সেপ্টেম্বর আজাদূর রহমান নামে একজন নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সে ওই মামলায় পলাতক ছিল।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, এজহার নামীয় আসামীকে গ্রেফতার করে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।