
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, আওয়ামীলীগ বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে গভীর সঙ্কট সৃষ্টি করে পালিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার তারা পদদলিত করেছে। এই অন্ধকার থেকে দেশকে বের করে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী বছরের ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচিত করলে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের মূল লক্ষ্য নিয়ে কাজ শুরু হবে। এজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার বিকাল ৩ টায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাফিজ ও উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটজেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দীন লস্কর।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে এ দেশের মানুষকে আত্মবিশ্বাসী জাতি হিসেবে পরিচিত করেছিলেন। তাঁর সময়েই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং অর্থনীতির ভিত্তি মজবুত করেছিলেন। তাদের এই অবদানই আগামী দিনের নতুন বাংলাদেশের ভিত্তি হয়ে থাকবে। ষড়যন্ত্র এখনো চলছ তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাংগঠনিক সভায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, সহ-সভাপতি আব্দুস শুকুর, উপজেলা বিএনপির সহ সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, সেলিম আহমদ, ফারুক আহমদ, আলী হায়দার সায়মন ও নাজমুল হক ইয়াজুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান ও সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবি এম জাকারিয়া ও সদস্য সচিব আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুনুর রশিদ সরকার, উপজেলা জাসাস সভাপতি এম আর মামুন ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলম, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর ও সম্পাদক হুমায়ুন কবির খাঁন, জৈন্তাপুর ইউনিয়নের সম্পাদক জালাল উদ্দিন মেম্বার, চারিকাটা ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন মেম্বার ও সম্পাদক হাজী জালাল উদ্দিন, দরবস্ত ইউনিয়নের সম্পাদক মুসলিম আলী মেম্বার, ফতেপুর ইউনিয়নের সভাপতি আব্দুল হক এছাড়াও চিকনাগুল ইউনিয়নের সভাপতি আলহাজ্ব তেরা মিয়া প্রমুখ।