কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারিভাবে জব্দকৃত বালু বিনা অনুমতিতে অপসারণের অভিযোগে কয়ছর আলী নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
তিনি জানান, বিকেলে শরীফপুরের চাতলাপুর টি. ই. এলাকায় রক্ষিত সরকারিভাবে জব্দকৃত বালু বিনা অনুমতিতে অপসারণের খবর মেলে। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান চালিয়ে হাজীপুর ইউনিয়নের মজমপুর এলাকার বাসিন্দা কয়ছর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়। অভিযানে থানাপুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন।