সুনামগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। যোগদানের পর থেকে টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদীসহ উপজেলার সর্বত্র সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অনন্য নজির স্থাপন করে আসছেন তিনি।
এরই ধারাবাহিকতায় সোমবার দিনভর নিষিদ্ধ কারেন্ট জাল, কোনাজাল ব্যবহার বন্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
অভিযানে ২৫ জনকে আটক করা হয়। এছাড়া প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল, চারশ প্লাস্টিক চাই, ৭টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। ধৃত ২২ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী একলাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, অপ্রাপ্ত বয়সের কারণে ৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, হাওর এলাকার মৎস্য সম্পদ রক্ষাসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।