সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে ইমাম সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪, ০৭:১৯ অপরাহ্ণ
জৈন্তাপুরে ইমাম সমিতির আলোচনা  সভা ও দোয়া মাহফিল

জৈন্তাপুর: প্রতিনিধি ::

জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও সম্মিলিত উলামা মাশায়েখ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ” শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ভূমিকা ” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৫ই অক্টোবর) বেলা ১১:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় জৈন্তাপুর জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে ও নিজপাট ইউনিয়ন ইমাম সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল আম্বিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহ্ মোহাম্মদ নজরুল ইসলাম।

 

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সোহেল আহমেদ।

এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি এডভোকেট মাওলানা এহসান উদ্দিন।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুফতি মাওলানা দেলোয়ার হোসেন, সিলেট জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন ভূঁইয়া, বিশিষ্ট আলেমেদ্বিন ও সমাজ সেবক মাওলানা কুতুবউদ্দিন, খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান,চারিকাঠা মাদ্রাসার প্রিন্সিপাল মো মামুনুর রশিদ বিলাল সহ উপজেলার জাতীয় ইমাম সমিতির সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন