সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে সদর ইউনিয়নে রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
ছাতকে সদর ইউনিয়নে রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে পৌরসভার শেষ সীমানা ও সদর ইউনিয়নের প্রবেশ পথ শ্যামপাড়া-কান্দিগাও রাস্তা হইতে মধুকুনী, মানসীনগর, তিরোরাই, মুক্তিরগাও ও রাতগাও রাস্তার সংস্কার ও পুর্ণ নির্মাণ করার আহবান জানিয়ে (১৯) সেপ্টেম্বর শুক্রবার সকালে স্হানীয় এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ছাতক সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতুব উদ্দিন, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহেদুল ইসলাম আহবাব, ছাতক সরকারি ডিগ্রি কলেজ’র হিসাব রক্ষক আব্দুর রহিম, ছাতক সদর ইউনিয়নের সদস্য সমরুজ আলী, দুলাল চন্দ্র সরকার, সাবেক মেম্বার আব্দুল গফুর, স্হানীয় মুরুব্বি আবুল রহমান, রহমত আলী, তাজির আলী, বীরেন্দ্র সরকার, আবু সুফিয়ান, মানিক মিয়া, সুরুজ আলী, আলী হোসেন গেঁদা, বাবুল মিয়া, ইমন আলী, আবুল কালাম, আব্দুল হক, ইউসুফ আলী, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, স্হানীয় উজ্জ্বল, ইউসুফ আলী, তেরাব আলী মিয়া, নুর ইসলাম, মখলিছ আলী, অলিউর রহমান, জাহেদ মিয়া, মঈন উদ্দিন, আলী আহমদ, মুজিবুর রহমান, সাব্বির আহমদ, সান্টু দাস, কলম দর, রিয়াজ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এভাবেই সরকারের নজর ছাড়া পড়ে আছে। ম্যাজারমেন্ট হয় কিন্তু রাস্তা নির্মাণের কাজ আজ পর্যন্ত হয় নি, আমরা এলাকাবাসী সরকারের কাছে একটি দাবি অবিলম্বে উত্থাপন করছি অচিরেই এ রাস্তা টি দ্রুত পুনরায় সংস্কার ও নির্মাণ করার আহবান জানান। তারা নিজ উদ্যোগে এ নিয়ে ৪ বার আমাদের টাকা ও শ্রম দিয়ে সংস্কার কাজ করেছি। একটি টাকাও বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া দেখিনি।

তাদের নিজস্ব কন্টেকটার দিয়ে কোন রকম কাজ করে টাকা পকেটে ঢুকিয়ে নিতো। আমাদের একটি দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত গতিতে এ রাস্তা টি পুর্ণ নির্মাণ করে দেওয়ার জন্য আহবান জানাই।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!