হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ মো. রাসেল মিয়া (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। সে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর গোবিন্দপুর এলাকার মোঃ আঃ হাকিমের ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে লস্করপুর রেলক্রসিং থেকে থাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ জানায়, র্যাব-৯ এর সদর কোম্পানী এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সিলেট টু ঢাকাগামী মহাসড়কের হবিগঞ্জ জেলার সদর থানাধীন ১০নং লস্করপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লস্করপুর রেলক্রসিংয়ে অভিযান পরিচালনা করে সিলেট থেকে আসা নীল রঙের এপাচি নাম্বারবিহীন একটি মোটরসাইকেলের পেছনে বসার স্থানে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে তল্লাশী করে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং এই সময় মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, 'গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।'