সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:২৮ অপরাহ্ণ
স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে আজকে আয়োজিত হলো সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৫। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রথমে বাছাই পরীক্ষার মাধ্যমে প্রতি গ্রুপ থেকে ৬ জন করে মোট ১৮ জন শিক্ষার্থী ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়। আনন্দঘন পরিবেশে মঞ্চে মৌখিক প্রশ্নোত্তরের মাধ্যমে প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারিত হয়। পাশাপাশি দর্শকসারি থেকেও তিনজন শিক্ষার্থী সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। বেলা ১০ টায় অধ্যক্ষ হক সকলের উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং প্রতিভা বিকাশ করে এমন অনুষ্ঠান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন। প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক পিয়াব্রত কৈরি।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক আয়শা আক্তার শিমু, প্রভাষক কাজী মনজুর আহমেদ, প্রভাষক সাগর আহমেদ ও প্রভাষক কৌশিক আচার্য। সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিলেন প্রভাষক আলী আকবর।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে কলেজে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Follow for More!