সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে বসতঘর হা/ম/লা ও ভাংচুর-থানায় অভিযোগ দায়ের

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ণ
জৈন্তাপুরে বসতঘর হা/ম/লা ও ভাংচুর-থানায় অভিযোগ দায়ের

ডেস্ক নিউজ : জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে (হরিপুর) গ্রামে মরহুম রকিব আলীর বাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাংচুরে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।

এই ঘটনা মহিলা সহ অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত শুক্রবার (৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৩ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনায় সময়ে বাড়িতে কোন পুরুষ ছিলেন না।

হামলায় আহতরা হলেন মরিয়ম বেগম (৪০), আছিয়া বেগম (১৯),আলী আশরাফ মশাহিদ (২০), ছাদিয়া জান্নাত (১১)। আহতরা সিলেটের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের মরিয়ম বেগম (৪০) বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, বসতবাড়ির জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের আপন চাচাতো ভাই দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলে আসছে।

৪ অক্টোবর শুক্রবার চিকনাগুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঠাকুরের মাটি গ্রামের ফারুক আহমদ (৪৫), রাজু আহমদ (৩২), আব্দুল কাইয়ুম (২০), আবু বক্কর (২০) ,গং দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হরিপুর গ্রামের মৃত: রকিব আলীর বসতবাড়ি জায়গা দখল করতে হামলা ও ব্যাপক ভাংচুর চালান।

এসময়ে পরিবারের মহিলাগণ বাদা দিলে হামলা কারিরা ক্ষিপ্ত হয়ে মরিয়ম বেগম সহ তাদের পরিবারের অন্যান সদস্যদের মারধর করেন এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়। পরিবারের শিশুদের আত্মচিৎকার আশ পাশের লোকজন ছুটে এসে তাদের প্রাণে রক্ষা করেন। হামলাকারি ঘরে লুটপাট চালিয়ে স্বর্ণ অলংকার এবং নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। বসতঘরের অনেক জায়গা জমি সহ জরুরী কাগজপত্র আগুনে পুড়িয়ে ফেলা

হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য জসিম উদ্দিন জানান, ঘটনার সময়ে আমি সহ আমার ভাইগণ বাড়িতে উপস্থিত ছিলাম না। এই সুযোগে আমাদের বাড়িতে প্রতি পক্ষ পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন