সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ 

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৯:০১ অপরাহ্ণ
দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ 

দোয়ারাবাজার প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও এলাকায় বাঁশতলা বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানান,মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) গভীর রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)আওতাধীন বাঁশতলা বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১২৩০/৮-এস হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় গরু জব্দ করে। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে।

 

আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!