সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শান্তিগঞ্জে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৫:০৭ অপরাহ্ণ
শান্তিগঞ্জে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান

শান্তিগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহর সভাপতিত্বে এবং প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ এবং উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক সুমন কান্তি দাস, সহকারী শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, শাহজাহান মিয়া, রিকন চন্দ্র দাস এবং শিক্ষার্থী নীলা পুরকায়স্থ, সোয়াহিদ মিয়া, মায়মুনা বেগম ও আরফা আক্তার ইভা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভাষক গোলাম কিবরিয়া, মৌমিতা ভট্টাচার্য, সহকারী শিক্ষক রুবী রানী তালুকদার, সাইফুল ইসলাম, বদরুজ্জামান খান, মো. আলাউদ্দিন, হেলাল আহমদ, মো. জজ মিয়া, রেজুয়ানুল হক, শতরূপা চক্রবর্তী, মাসুকুল ইসলাম মাসুক, ওবায়দুল হক মোনেম, এলি আক্তার, নন্দিতা দে প্রমুখ। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!