
নিউজ ডেস্ক:
‘সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপির গুরুত্ব, পড়ে যাওয়া ও দুর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব ‘ এই প্রতিপাদ্য নিয়ে সিলেট বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে।
এই দিবস উপলক্ষে সোমবার ( ৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় জালালাবাদ প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্র হাসপাতাল এর আয়োজনে এবং জালালাবাদ রোটারি ক্লাবের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি করা হয়।
র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নয়াসড়ক পয়েন্ট পর্যন্ত অগ্রসর হয় এবং শেষে হাসপাতাল চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর।
রোটারি ক্লাব জালালাবাদের প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও হসপিটাল ম্যানেজমেন্ট সেক্রেটারি পিপি হানিফ মোহাম্মদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন রোটারি হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পিপি ইঞ্জিনিয়ার সুয়েব আহমদ মতিন, ডাইরেক্টর ফিজিওথেরাপি ডা. সাইদুর রহমান, কোষাধ্যক্ষ পিপি আনহার সিকদার, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান, পিপি মালিক হুমায়ুন, পিপি আলী আশরাফ চৌধুরী খালেদ, রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, রোটারিয়ান মো. আবুল মনসুর আহমদ, রোটারিয়ান আখতার আহমদ, এবং ফিজিওথেরাপিস্ট ডাক্তার মামুনুর রশীদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তার বলেন, ১৯৯৬ সাল থেকে এই দিনটি বিশ্বজুড়ে ফিজিওথেরাপি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। WHO এর হিসাব অনুযায়ী পৃথিবীতে প্রবীণদের সংখ্যা (৬০+) দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তাদের সুস্থতার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। এই দিবসটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে সবাইকে সচেতনতা বৃদ্ধি করা।
এছাড়াও ফিজিওথেরাপির গুরুত্ব, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পুনর্বাসনে রোটারি হাসপাতালের অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের এই তাৎপর্যপূর্ণ আয়োজনকে সফল করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।