সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় নানা আয়োজনে মহালয়া উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত অক্টোবর ২, ২০২৪, ০৩:১৮ অপরাহ্ণ
কুলাউড়ায় নানা আয়োজনে মহালয়া উদযাপন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি::মৌলভীবাজারের কুলাউড়ায় চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আজ বুধবার (২ অক্টোবর) সকালে পৌর শহরের ড. রজত কান্তি ভট্টাচার্য্যের বাসগৃহ প্রাঙ্গণে চৈতালীর পূজামণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ মহালয়া উদযাপিত হয়।

পূজা কমিটির সভাপতি ডা. শিবনাথ ভট্টাচার্য জানান, কুলাউড়ার চৈতালী সংঘের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো এই মহালয়া উদযাপিত হলো। কুলাউড়ায় একমাত্র চৈতালী সংঘই মহালয়া উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করে থাকে।

তিনি জানান, সূর্যোদয়ের পর সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শ্রীশ্রীচণ্ডীপাঠ ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত শিশুকিশোরদের সংগীত ও নৃত্যের মাধ্যমে দূর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!