সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

র‍্যাবের অভিযানে ভোলাগঞ্জ থেকে লু*ট হওয়া ১০ হাজার ঘনফুট পাথর জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ণ
র‍্যাবের অভিযানে ভোলাগঞ্জ থেকে লু*ট হওয়া ১০ হাজার ঘনফুট পাথর জব্দ

গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের ঘটনা ঘটে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদনও দায়ের করা হয়।

 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টহল ডিউটির সময় গোপন সূত্রে জানতে পারে যে, সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল লেবার পয়েন্ট এলাকায় ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর মজুদ রয়েছে।

 

পরে র‌্যাব-৯ এর টহল টিম, সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ধোপাগুল এলাকায় অভিযান চালায়। এ সময় ভোলাগঞ্জ থেকে লুট হওয়া আনুমানিক ১০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!