সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ণ
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ

জৈন্তাপুর সংবাদদাতা ::

দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আবারও বড় সাফল্য অর্জন করেছে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

 

বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত (৮ সেপ্টেম্বর) সিলেট জেলার সীমান্তবর্তী তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া এবং বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় ভারতীয় শাড়ি, মহিষ, জিরা, গরু, পেঁয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার ক্রিম, ফেসওয়াশ, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ার এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ট্রলি জব্দ করা হয়।

 

আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ১,২৫,৫৩,৩৩০ টাকা (এক কোটি পঁচিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত ত্রিশ টাকা)।

 

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হক বলেন, বিজিবি কেবল সীমান্ত পাহারা দেয় না, দেশের অর্থনীতি ও সমাজকে চোরাচালানের ক্ষতি থেকে রক্ষা করতেও অগ্রণী ভূমিকা পালন করছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় দিন-রাত আমরা সতর্ক অবস্থানে থেকে কাজ করছি। জনগণের সহযোগিতা ও আস্থাই আমাদের শক্তি, আর এ আস্থা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

 

তিনি আরও জানান, বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যত ভেঙে পড়েছে এবং দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ সাফল্য অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!